সিলেট, ৩০ অক্টোবর- ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডস গ্রাউন্ডে টেস্ট শুরুর আগে ঘণ্টা বাজানোর রীতি একযুগের। কলকাতার ইডেন গার্ডেনও সেটি অনুসরণ করছে ২০১৬ সাল থেকে। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কপিল দেবের হাতে বেজেছে স্টেডিয়ামটির প্রথম ঘণ্টা। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ শুরুর আগেও বাজবে ঘণ্টা। সেটি বাজাবেন কে? সিলেট স্টেডিয়ামে প্রথমবার ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্বটি কে পাবেন সেটির সিদ্ধান্ত এখনও হয়নি। দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ৩ নভেম্বর নতুন যুগ শুরু করবে লাক্কাতুরার নয়নাভিরাম স্টেডিয়ামটি। শুরুতে ম্যাচ অফিসিয়ালদের (রেফারি, আম্পায়ার) দিয়ে ঘণ্টা বাজানোর সিদ্ধান্ত নেয়া হলেও আয়োজকরা ভাবছেন সাবেক কোনো ক্রিকেটারকে সম্মানসূচক ঘণ্টা বাজানোর এ দায়িত্ব দেয়া যায় কিনা। গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে ঝোলানো হবে ১৮ ইঞ্চি উচ্চতার ভারী ঘণ্টাটি। বিসিবি পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রতিবেদককে জানালেন, শুধু অভিষেক টেস্ট বলেই নয়, এখানে টেস্ট ম্যাচ হলেই ঘণ্টা বাজবে। ক্রিকেটের এই রীতিটি আমরা অনুসরণ করবো। সাধারণত মাঠে ঘণ্টা বাজানোর সুযোগ পান কিংবদন্তি কোনো ক্রিকেটার, আবার বিখ্যাত কারও জন্য সম্মান জানাতেও করা হয় এর ব্যবহার। চলতি বছরের জুনে বক্সিং রিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলী স্মরণে ইংল্যান্ডের লর্ডসে ঘণ্টা বাজিয়ে বিশেষ সমবেদনা জানান ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারিফিল্ড সোবার্স। স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় সেশন শুরু হওয়ার পাঁচ মিনিট পরে ৭৯ বছর বয়সী সোবার্স লর্ডসের বিখ্যাত ঘণ্টা বাজিয়ে আলীর প্রতি বিশেষ শ্রদ্ধা জানান। ঢাকায় প্রস্তুত হওয়া ঘণ্টাটি অবশ্য পরিবহন ধর্মঘটের কারণে এখনও সিলেট এসে পৌঁছেনি। সিলেট স্টেডিয়ামে চলছে টেস্ট আয়োজনের শেষমুহূর্তের প্রস্তুতি। তবে পরিবহন ধর্মঘটের কারণে কাজে বিঘ্ন ঘটছে। শহরে রিক্সা ছাড়া কিছুই চলছে না। ঢাকা থেকে প্রয়োজনীয় জিনিস আনতে হচ্ছে পুলিশ প্রহরায়। বাধাগ্রস্ত হচ্ছে অভিষেক টেস্টের প্রস্তুতি! সূত্র: চ্যানেল আই অনলাইন আর/০৮:১৪/৩০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yIfEYY
October 30, 2018 at 04:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top