কলকাতা, ১২ অক্টোবর- সারদাকাণ্ডে কলকাতা পুরসভাকে নোটিস সিবিআইয়ের৷ টাউন হলের বুকিং সংক্রান্ত তথ্য জানতে চেয়ে কলকাতা পুরসভাকে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সিবিআই সূত্রে খবর, সারদাকাণ্ডের তদন্ত করতে গিয়ে টাউন হল সংক্রান্ত কিছু তথ্য তাদের হাতে আসে৷ তার ভিত্তিতেই এবার পুরসভাকে নোটিস দেওয়া হয়েছে৷ সেখানে জানতে চাওয়া হয়েছে প্রদর্শনীর জন্য কে বা কারা টাউন হল বুকিং করেছিল৷ সে সময় বুকিং এর জন্য কত টাকা দেওয়া হয়েছিল৷ টাউন হলটি কত বার বুকিং করা হয়েছিল৷ এই সমস্ত তথ্য ২৮ শে অক্টোবর এর মধ্যে সিবিআইয়ের কাছে জমা দিতে বলা হয়েছে৷ এর আগেও ২০১৫ সালে সারদাকাণ্ডে কলকাতা পুরসভাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই৷ সারদার অধীনস্থ চারটি সংস্থাকে পুরসভা ট্রেড লাইসেন্স দিয়েছিল তার বিস্তারিত নথিপত্র চেয়ে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেগুলো হল সারদা রিয়েলটি, সারদা হাউজিং, সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং সারদা গার্ডেন রিসর্ট অ্যান্ড হোটেলস৷ এদেরকে কী কী শর্তে পুরসভা লাইসেন্স দিয়েছিল, লাইসেন্স ফি বাবদ কত টাকা নেওয়া হয়েছিল, এ সবের বিস্তারিত তথ্য চেয়ে পুরসভার চিফ ম্যানেজারকে (লাইসেন্স) চিঠি পাঠিয়েছিল সিবিআই৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৬:২০/১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pRDCwd
October 13, 2018 at 12:23AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন