ঢাকা, ১৬ অক্টোবর- সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে টাইগারদের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন দেবব্রত পাল। প্রথমবারের মতো জাতীয় দলের কোন দায়িত্ব পেলেন দেবব্রত। এর আগে চলতি বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুবাদের ম্যানেজারের দায়িত্বপালন করেন তিনি। ম্যানেজারশিপ ছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ম্যাচ রেফারি। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক পদেও কর্মরত আছেন তিনি। প্রথমবারের মতো টাইগারদের দায়িত্ব পাওয়া দেবব্রত বলেন, জাতীয় দলের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমারও ভাল লাগছে যে জাতীয় দলের জন্য কাজ করব। এটা একটা গর্বের ব্যাপার। বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। একজন লজিস্টিক ম্যানেজার হিসেবে সিরিজ চলাকালীন মাশরাফি- মুশফিকদের সকল সুযোগ সুবিধাদি দেখভালের দায়িত্বে থাকবেন দেবব্রত। এমএ/ ০১:৫৫/ ১৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yhXWeM
October 16, 2018 at 07:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top