ডিয়েগো ম্যারাডোনা আসলে কি চান, সেটা বোঝাই মুশকিল! কখনও লিওনেল মেসির প্রশংসায় সব ভাসিয়ে দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, কখনও আবার ওই মেসিকেই বলছেন দায়িত্বজ্ঞানহীন, দলে অপ্রয়োজনীয়। কদিন আগেই বার্সা তারকার পক্ষ নিয়ে ম্যারাডোনা বললেন, মেসির উপর সব চাপিয়ে দেয়া হচ্ছে, সে কি একা সব করতে পারবে? এমন আর্জেন্টিনা দলে তার ফেরাই উচিত নয়। এবার সেই ম্যারাডোনাই মেসিকে নিয়ে বলছেন, যে অধিনায়ক ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়, তাকে নেতৃত্ব দেয়ার মানে হয় না। বোঝাই যাচ্ছে, আর্জেন্টাইন অধিনায়কের নেতৃত্ব নিয়ে ভীষণ অসন্তোষ ম্যারাডোনার। তবে আগে যেমন বলছিলেন জাতীয় দল থেকে অবসরের কথা, সাম্প্রতিক মন্তব্যে অবশ্য মনে হচ্ছে, আপাতত সেই চিন্তা থেকে সরে এসেছেন ছিয়াশির নায়ক। মেসির নেতৃত্ব নিয়েই এখন সব দুশ্চিন্তা ম্যারাডোনার। তিনি আর্জেন্টাইন দলপতিকে রীতিমত ধুয়ে দিয়েছেন এবার। মেক্সিকান এক অনুষ্ঠানে সাক্ষাতকার দিতে গিয়ে ম্যারাডোনা বলেন, সে মাঠে এটা (নেতৃত্ব) চায়। কিন্তু সতীর্থদের সঙ্গে কথা বলার আগে সে প্লে-স্টেশনে (গেম খেলায়) ব্যস্ত হয়ে পড়ে। আমার জন্য এটা নিয়ে কথা বলা কঠিন। কিন্তু এমন একজনকে নেতা বানানোর মানে হয় না, যে কিনা ম্যাচের আগে ২০ বার বাথরুমে যায়। লিওনেল মেসির নেতৃত্ব নিয়ে ম্যারাডোনা যত কথাই বলুন, যেখানে মেসি ভীষণ সফল; সেই ক্লাব বার্সেলোনাও কিন্তু নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে খুদেরাজকে। তবে ক্লাবের সঙ্গে জাতীয় দলকে গুলিয়ে ফেলার কোনো যুক্তি দেখেন না ম্যারাডোনা। তার কথা, বার্সেলোনায় মেসি মেসিই। আর্জেন্টিনার সঙ্গে মেসি হলো মেসি। আমি মেসিকে ডাকব না। তবে কখনও না-ও বলব না। তার উপর থেকে চাপ সরানো দরকার। মেসির কাছ থেকে নেতৃত্ব দূরে রাখতে হবে, যদি আমরা তাকে মেসি হিসেবে চাই। না হলে সে এটা হতে পারবে না। সূত্র: জাগোনিউজ২৪ আর/১১:১৪/১৩ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RL0lXD
October 14, 2018 at 06:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন