মালদা, ২৬ অক্টোবরঃ গ্রেফতার হল এটিএম জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত তিন কলেজ পড়ুয়া। ধৃতদের নাম দীপক মণ্ডল, দীপঙ্কর পাল ও পাপ্পু মণ্ডল। এরা প্রত্যেকে মানিকচকের ডোমহাট এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। এদের জিজ্ঞাসাবাদ করে খোঁজ চলছে মূল পান্ডার নাম জানার। অভিযোগ, এরা এটিএম জালিয়াতির মাধ্যমে টাকা লুট করে শেয়ার মার্কেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। এদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। দীপক স্থানীয় একটি ডিএলডি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বাকি দু’জন মানিকচক কলেজে দ্বিতীয় বর্ষে পড়ত। এদের প্রত্যেকেরই বয়স ১৮ থেকে ২১ বয়সের মধ্যে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন ব্যাংকের জাল ৩৪টি এটিএম কার্ড, ৪১টি চেকবি, ৪২টি পাসবই। ৭৩টি সোয়াইপ মেশিন, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার মেশিন, একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সোয়াইপ মেশিন, দুটি মোবাইল ফোন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ১৫টি নকল সিলমোহর উদ্ধার করা হয়েছে।
ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। এদের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে, কোথায় কোথায় এই চক্র ছড়িয়ে রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yyZ1Pu
October 26, 2018 at 10:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন