অমৃতসর, ২০ অক্টোবরঃ দশেরার অনুষ্ঠান চলাকালীন লাইনে দাঁড়িয়ে থাকা ভিড়ের উপর দিয়ে চলে গেল গোটা ট্রেন। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬১ জনের। আহত ৭৪ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। পঞ্জাবের অমৃতসরের ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় অমৃতসরের চৌরি বাজারের কাছে জোড়া পাঠক এলাকায় রাবণের কুশপুতুল পোড়ানো হচ্ছিল। সেখানে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন। বাজি পুড়তে শুরু করলে জায়গার অভাবে, রেললাইনের উপরও পৌঁছে যায় ভিড়। সেসময় ওই লাইন দিয়ে আসছিল দ্রুতগতির জলন্ধর-অমৃতসর ট্রেন। ভিড়ের উপর দিয়েই চলে যায় ট্রেনটি। ঘটনায় রেলের বিরুদ্ধ ক্ষোভ উগড়ে দিয়েছেন সকলে। উঠছে গাফিলতির প্রশ্ন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, পশ্চমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল খোলা রাখার নির্দেশ দিয়েছেন। তাঁর নির্দেশ চলছে দ্রুত উদ্ধারকাজ। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
#WATCH The moment when the DMU train 74943 stuck people watching Dussehra celebrations in Choura Bazar near #Amritsar (Source:Mobile footage-Unverified) pic.twitter.com/cmX0Tq2pFE
— ANI (@ANI) October 19, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QXSAMy
October 20, 2018 at 10:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন