ধানবাদ, ১৬ অক্টোবরঃ রেল কর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা৷ বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মাওবাদীরা৷ কিন্তু সময়মতো রেলকর্মীরা তৎপর হয়ে যাওয়ায় অনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের গিরিধা জেলায়। মাও হামলায় ধানবাদ ডিভিশনে ব্যাহত হয়ে পড়েছে রেল চলাচল৷
মঙ্গলবার ইস্ট-সেন্ট্রাল রেলের এক আধিকারিক জানান, সোমবার রাত ১০টা ৪৫ মিনিট নাগাদ চৌধুরী বনধ স্টেশনের রেললাইন বোমা মেরে উড়িয়ে দেয় মাওবাদীরা৷ তার জেরে রেলের দুই ফুট অংশ ক্ষতিগ্রস্ত হয়৷ সিগন্যালিং ব্যবস্থা অচল হয়ে পড়ে৷ ওই আধিকারিক জানান, বিস্ফোরণের পরই ছ’টি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়৷ এদিকে এই বিস্ফোরণ আরও মারাত্মক আকার নিতে পারত৷ কিন্তু মুবারক হুসেন ও চন্দ্র কুমার এই দুই রেল কর্মীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ ঘটনার সময় তাঁরা ওই এলাকায় প্রহরা দিচ্ছিলেন৷ বিস্ফোরণের শব্দ পাওয়া মাত্র অ্যাসিস্টেন্ট স্টেশন ম্যানেজারকে সতর্ক করেন তাঁরা৷ তার জেরে ক্ষতিগ্রস্ত রেললাইন থেকে ট্রেন যাওয়া আটকানো গিয়েছে৷ ওই রেলকর্মীদের পুরস্কৃত করা হবে বলে রেল সূত্রে খবর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ElsxxC
October 16, 2018 at 01:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন