হাই প্রোফাইল ক্যারিয়ারের এই মুহূর্তে বড় বিপদে আছেন হোসে মরিনহো। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচে কোনো জয় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। তার উপরে গত শনিবার ওয়েস্ট হ্যামের কাছে হারের পরে বেশ চাপেই রয়েছেন ম্যানেজার মরিনহো। দল বিদায় নিয়েছে কারাবাও কাপ থেকেও। এপিএলে সাত ম্যাচের তিনটিতেই হার। তার মধ্যে তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে চারিদিকে। ওল্ড ট্র্যাফোর্ডে নিজের কোচিং ভবিষ্যৎ নিয়ে রীতিমতো চিন্তিত ম্যান ইউয়ের এই পর্তুগিজ ম্যানেজার। যদিও মুখে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেননি দ্য স্পেশ্যাল ওয়ান। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ এইচ-এর ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি ম্যান ইউ। চাকরি ধরে রাখতে গেলে এই ম্যাচ জিততেই হবে মরিনহোকে। এমনই ধারণা অনেকের। ইংল্যান্ডের সংবাদমাধ্যমে এর আগে জল্পনা চলছিল সাবেক রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান নাকি ফোন করেছিলেন মরিনহোকে। জিদান নাকি বলেছিলেন, মরিনহোকে সরিয়ে ম্যানেজার হওয়ার কোনো পরিকল্পনা নেই তার। স্বাভাবিকভাবেই এই গুঞ্জন হালে পানি পেয়ে যায় দ্রুত। কিন্তু সংবাদ সম্মেলনে মরিনহো এই ফোনআলাপের কথা হেসে উড়িয়ে দিয়েছেন। ঘটনা হলো, মরিনহো সরে গেলে জিদানকেই অনেকে ম্যান ইউ ম্যানেজারের পদে বসার সেরা প্রার্থী মনে করছেন। কারণ রিয়াল মাদ্রিদ থেকে পদত্যাগের পর এখন পর্যন্ত নতুন চাকরি খুঁজে নেননি জিদান। যদিও অনেক দলই তাকে কোচ হিসেবে পেতে চাইছে। তথ্যসূত্র: কালের কণ্ঠ এইচ/২২:১২/০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2NhI7cA
October 03, 2018 at 06:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top