ঢাকা, ৩১ অক্টোবর- বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত ৬ অক্টোবর ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করেছে। এশিয়া কাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা- আইসিসির প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান শীর্ষস্থান হারিয়েছেন। সাকিবকে হারিয়ে আফগানিস্তানের রশিদ খান এখন শীর্ষস্থান রয়েছে। এই র্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিম, কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, তরুণ ওপেনার লিটন দাসরা। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন তামিম ইকবাল। তামিমের রেটিং পয়েন্ট ৭১৮। আর ৭০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৬০৩ রেটিং নিয়ে তিনে রয়েছেন সাকিব, ৫৭১ রেটিংয়ে নিয়ে চতুর্থ অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ৫০১ রেটিং নিয়ে তালিকার পঞ্চমস্থানে রয়েছেন সৌম্য সরকার। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশি ব্যাটসম্যান- ১. তামিম ইকবাল- ৭১৮ রেটিং পয়েন্ট, (১৪তম অবস্থান)। ২. মুশফিকুর রহিম- ৭০২ রেটিং পয়েন্ট, (১৬তম অবস্থান)। ৩. সাকিব আল হাসান- ৬০৩ রেটিং পয়েন্ট, (২৯তম অবস্থান)। ৪. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫৭১ রেটিং পয়েন্ট, (৪০তম অবস্থান)। ৫. সৌম্য সরকার- ৫০১ রেটিং পয়েন্ট, (৬১তম অবস্থান)। বাংলাদেশি বোলারদের মধ্যে সবার ওপরে অবস্থান করছেন পেসার মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৫১। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা ৫৭৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন। ৫৬৭ রেটিং নিয়ে তিনে রয়েছেন সাকিব আল হাসান। ৫০৪ রেটিং নিয়ে চারে রয়েছেন রুবেল হোসেন। তালিকার পাঁচ নম্বর অবস্থানে থাকা মেহেদী হাসান মিরাজের রেটিং ৪৬০। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশি বোলার- ১. মুস্তাফিজুর রহমান- ৬৫১ রেটিং পয়েন্ট, (১২তম অবস্থান)। ২. মাশরাফি মুর্তজা- ৫৭৬ রেটিং পয়েন্ট, (২৭তম অবস্থান)। ৩. সাকিব আল হাসান- ৫৬৭ রেটিং পয়েন্ট, (২৯তম অবস্থান)। ৪. রুবেল হোসেন- ৫০৪ রেটিং পয়েন্ট, (৪২তম অবস্থান)। ৫. মেহেদী হাসান মিরাজ- ৪৬০ রেটিং পয়েন্ট, (৬৮তম অবস্থান)। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে আফগানিস্তানের রশিদ খানের কাছে সাকিব আল হাসান শীর্ষস্থান হারালেও বাংলাদেশিদের মধ্যে শীর্ষ অলরাউন্ডার সাকিবই। তার সংগ্রহ ৩৪১ রেটিং। ১৮৫ রেটিং নিয়ে এরপরে রয়েছেন মাহমুদউল্লাহ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও এ তালিকায় ১৭৮ রেটিং নিয়ে তিনে রয়েছেন নাসির হোসেন। বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে শীর্ষ পাঁচ অলরাউন্ডারের চতুর্থ অবস্থানে রয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তার ১৭২ রেটিংয়ের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন টাইগার কাপ্তান মাশরাফি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৫ বাংলাদেশি অলরাউন্ডার- ১. সাকিব আল হাসান- ৩৪১ রেটিং পয়েন্ট, (দ্বিতীয় অবস্থান)। ২. মাহমুদউল্লাহ রিয়াদ- ১৮৫ রেটিং পয়েন্ট, (৩৪তম অবস্থান)। ৩. নাসির হোসেন- ১৭৮ রেটিং পয়েন্ট, (৩৭তম অবস্থান)। ৪. মুস্তাফিজুর রহমান- ১৭২ রেটিং পয়েন্ট, (৪১তম অবস্থান)। ৫. মাশরাফি মুর্তজা- ১৬১ রেটিং পয়েন্ট, (৪৯তম অবস্থান)। উল্লেখ্য, গত ৬ অক্টোবর প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী এ অবস্থান। ব্র্যাকেটের ভিতরে দেওয়া অবস্থান আইসিসির সার্বিক র্যাঙ্কিংয়ের। সূত্র: বিডি২৪লাইভ আর/০৮:১৪/৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QcfGiN
October 31, 2018 at 04:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন