আজ মহাষষ্ঠী, বোধন দিয়ে শুরু দেবীর আবাহন

কলকাতা, ১৫ অক্টোবরঃ শাস্ত্রমতে মহাষষ্ঠীর দিন কৈলাস থেকে বাপের বাড়িতে আসেন ঊমা। নবরাত্রির ষষ্ঠ দিনে শুরু হয় দুর্গাপুজো, তাই একে দুর্গাষষ্ঠীও বলা হয়। রাবণের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করার পূর্বে রামচন্দ্র দুর্গাপূজো করেছিলেন আশ্বিন মাসে। অকালবোধনের মাধ্যমে দেবতাদের জাগিয়ে পূজা নিবেদন করেন রামচন্দ্র। সেই থেকেই ষষ্ঠীর দিনে বোধনের রীতি চলে আসছে। প্রথমে কল্পারম্ভ, প্রক্রিয়াটি শুরু হয় । সকল শাস্ত্রীয় রীতিনীতি মেনে পুজো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেইজন্য এই আচার। ঘট ও জলপূর্ণ তাম্রপাত্র মণ্ডপের এককোনে স্থাপন করে দুর্গা ও চণ্ডীর পুজো করা হয়। এরপর দেবীর বোধন অর্থাৎ দেবীকে জাগরিত করা হয়। তারপরই হয় অধিবাস এবং আমন্ত্রণ। বোধনের পর দেবীকে আবাহন করা হয়। রীতি অনুযায়ী অশুভ শক্তিকে দূর করার জন্য ঘটের চারদিকে লাল সুতো বেষ্টন করা হয়। এভাবেই মহাষষ্ঠীর আচার শেষ হয়। ষষ্ঠীপুজোর মাধ্যমে এভাবেই শুরু হল দেবী আরাধনা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ab1Bwf

October 15, 2018 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top