লন্ডন,২১ অক্টোবরঃ শিল্পপতি বিজয় মালিয়ার লন্ডনের প্রাসাদোপম বাড়িটি বাজেয়াপ্ত করতে সক্রিয় হয়েছে সুইডেনের ইউবিএস এজি ব্যাংক। ভারত ছাড়ার পর থেকে লন্ডনের অভিজাত এলাকা রিজেন্ট’স পার্কের এই বাড়িতেই রয়েছেন মালিয়া। প্রাক্তন ভারতীয় ধনকুবেরের মা এবং ছেলেও এখানেই রয়েছেন। ২০১২ সালে বাড়িটি বন্ধক রেখে সুইস ব্যাংক থেকে ২০.৪ মিলিয়ন ডলার (১৯৫ কোটি টাকা ) ঋণ নিয়েছিলেন তিনি। ব্যাংক জানিয়েছে, ক্যাপিটাল ভেঞ্চার্স লিমিটেড নামে মালিয়ার এক সংস্থার নামে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু ঋণ নেওয়ার পর ৫ বছরের বেশি সময় কেটে গেলেও আসল পরিশোধ করা দূরে থাক সুদের টাকাও ফেরত দেননি মালিয়া। এর পরেই তাঁকে বাড়ি খালি করার নোটিশ পাঠানো হয়। বাড়ির দখল নিতে প্রয়োজনে লন্ডন আদালতেও অভিযোগ দায়ের করতে পারে তারা।
তবে বাড়ি বিক্রি করে ঋণের টাকা আদায় করা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান পর্যবেক্ষকরা। ২০০৫ সালে ৫.৪ মিলিয়ন ডলারে (৫২ কোটি টাকা) বাড়িটি কিনেছিলেন মালিয়া। ইউবিএস এজি জানিয়েছে, মালিয়াকে টাকা শোধের জন্য ২০১৭ সালের ২৬ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে তিনি টাকা জমা করেননি। ঋণের জন্য একমাত্র রিজেন্ট’স পার্কের বাড়িটিই বন্ধক রাখা হয়েছিল। সেটি বাজেয়াপ্ত করে নিলাম করার প্রক্রিয়া শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2R6ICIH
October 21, 2018 at 06:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন