নেত্রকোনা, ১৯ অক্টোবর- জুনিয়র বাচ্চু অর্থাৎ ক্ষুদে শিল্পী রাফসানকে গিটার শেখাতে জোর দিয়ে বলেছিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা সংগীতশিল্পী গিটারিস্ট আইয়ুব বাচ্চু ভাই। তিনি রাফসানের গান শুনে মুগ্ধ হওয়ার পরই এ গুরুদায়িত্বটি আমার কাঁধে তুলে দেন বলে জানান ধোঁয়া ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গিটারিস্ট কার্জন রায়। নেত্রকোনা শহরের বিএডিসি ফার্মে বসে কার্জন একান্ত সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বাচ্চুর সান্নিধ্য পাওয়া ও অল্প সময়ের পাশে থাকা সময় নিয়ে নানারূপ স্মৃতিচারণ করেন। কার্জন বলেন, বাচ্চু ভাইয়ের ইচ্ছে ছিলো গানের সঙ্গে গিটারটাও করুক রাফসান। নয়তো অপূর্ণ থেকে যাবে সে। যেভাবেই হোক তাকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। শুরু থেকেই গিটার হাতে নিলে একসময় রাফসান নিশ্চয় ভালো করবে। গুরু তথা বাচ্চু ভাইয়ের সেই আশাটুকু পূরণ করতে আপ্রাণ চেষ্টা করবো জানিয়ে কার্জন বলেন, রাফসান যদি আমার দিকনির্দেশনা মেনে চলে আর নিয়মিত গিটার চর্চা চালিয়ে যায় তবেই বাচ্চু ভাইয়ের সেই ইচ্ছা বা আশা পূরণ সম্ভব। তবে আমার পক্ষ থেকে কোনো কার্পণ্য করবো না এটা নিশ্চিত। সূত্র: বাংলানিউজ এমএ/ ০৮:২২/ ১৯ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Evlh1V
October 20, 2018 at 02:22AM
19 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top