শ্বাসরুদ্ধকর ম্যাচ। দুইবার পিছিয়ে পড়ে, একবার লিড নিয়ে, আবার সমতায় ফিরে, অন্তিম মুহূর্তের গোলে জয় পেল বরুসিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে শনিবার এফসি অসবার্গের বিপক্ষে ম্যাচের ২২ মিনিটেই পিছিয়ে পড়ে বরুসিয়া ডর্টমুন্ড। ৬২ মিনিটে ফেরায় সমতা। ৭১ মিনিটেই আবার ২-১ গোলে পিছিয়ে পড়ে ডর্টমুন্ড। ৮০ মিনিটে সমতা ফিরিয়ে ৮৪ মিনিটে লিড নেয় ৩-২ গোলে। ৮৭ মিনিটে অসবার্গ আবার সমতা ফেরায়। নির্ধারিত ৯০ মিনিট ৩-৩ গোল নিয়েই শেষ হয়। ম্যাচের যোগ করা সময় দেওয়া হয় ৬ মিনিট। শেষ মিনিটে (৯০+৬) ফ্রি কিক পায় ডর্টমুন্ড। রেফারির চূড়ান্ত বাঁশি বাজানোর আগে কিক নেন পাকো আলকাসের। তার কিক অসবার্গের জালে গিয়ে আশ্রয় নেয়। উল্লাসে মেতে ওঠে গোটা স্টেডিয়াম। অন্তিম মুহূর্তের গোলে অসবার্গকে ৪-৩ ব্যবধানে হারায় বরুসিয়া। ফ্রি কিক থেকে গোল করে আলকাসের নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের শেষ দশ মিনিটে ৪টি গোল হয়েছে। তার মধ্যে তিনটি করেছে ডর্টমুন্ড। ১টি করেছে অসবার্গ। এই জয়ের ফলে বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। শনিবার ম্যাচের ২২ মিনিটে অসবার্গের আলফ্রেড ফিনবগাসন সেট পিস থেকে গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় অসবার্গ। বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন পাকো আলকাসের। তিনি মাঠে নামলেন, খেললেন আর জয় করলেন। ৬২ মিনিটে জাদোন সানচোর বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলকাসের। ৭১ মিনিটে অসবার্গের ফিলিপ ম্যাক্স গোল করে আবার এগিয়ে নেন দলকে। ৮০ মিনিটে আলকাসের তার জোড়া গোল পূর্ণ করলে ম্যাচে সমতা ফেরায় ডর্টমুন্ড (২-২)। ৮৪ মিনিটে মারিও গোটসে গোল করে এগিয়ে নেন বরুসিয়াকে (৩-২)। কিন্তু ৮৭ মিনিটে অসবার্গের মাইকেল গ্রেগোরিচ গোল করে আবারো ম্যাচে সমতা ফেরান। এই সমতা নিয়েই ৯০ মিনিটের খেলা শেষ হয়। কিন্তু যোগ করা সময়ে (৯০+৬) আলকাসের তার হ্যাটট্রিক পূর্ণ করে বরুসিয়াকে ৪-৩ গোলের জয় উপহার দেন। তথ্যসূত্র: রাইজিংবিডি এইচ/২২:১৮/ ০৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RvUmWq
October 07, 2018 at 04:29AM
06 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top