ভেজাল প্রসাধনী, অ্যামাজন সহ একাধিক ই-কমার্স সংস্থাকে নোটিশ

নয়াদিল্লি, ২৩ অক্টোবরঃ ‘ভুয়ো, ভেজাল ও অস্বীকৃত’ প্রসাধন সামগ্রী বিক্রির জন্য অ্যামাজন-সহ একাধিক ই-কমার্স ওয়েবসাইটকে নোটিশ পাঠাল ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই)। জানা গিয়েছে, এর জেরে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্তে ড্রাগ ইন্সপেক্টররা ৫ ও ৬ অক্টোবর ই-কমার্স বিক্রেতাদের গুদাম ও দোকানে হানা দিয়ে বৈধ লাইসেন্স ছাড়া বেশ কিছু ভুয়ো প্রসাধন সামগ্রী বাজেয়াপ্ত করেন। এই সমস্ত পণ্যের প্রয়োজনীয় শংসাপত্র পাওয়া যায়নি।
এবিষয়ে অ্যামাজন ইন্ডিয়ার মুখপাত্র জানান, অ্যামাজন ইন্ডিয়া একটি তৃতীয় পক্ষ বাজার, যেখানে বিক্রেতারা তাঁদের পণ্য বিক্রির জন্য তালিকা পেশ করেন। যে কোনও পণ্যের মানের বিষয়ে বিক্রেতারা দায়বদ্ধ থাকেন। ক্রেতাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় অ্যামাজন.ইন এবং অভিযোগ পেলে ভুয়ো বা অবৈধ পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে আইন অনুসারে কড়া পদক্ষেপ করা হয়।
ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি হওয়া বিদেশি প্রসাধন সামগ্রীর বেশ কিছুর বৈধ কাগজপত্র নেই এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস(বিআইএস) প্রকাশিত ‘নেগেটিভ লিস্ট’-এ অন্তর্ভুক্ত।
ডিজিসিআই জানিয়েছে, নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ই-কমার্স সংস্থাগুলিকে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OMz9cX

October 23, 2018 at 08:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top