জাকার্তা, ২৯ অক্টোবরঃ সোমবার ভোর সাড়ে ছটা নাগাদ সমুদ্রে ভেঙে পড়ল ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে সুমাত্রাগামী যাত্রীবিমান। ইন্দোনেশিয়ান লায়ন প্লেনের ওই বিমানে ১৮৬ জন যাত্রী ছিলেন। জাকার্তা থেকে সেটি সুমাত্রা দ্বীপপুঞ্জের প্যাংকল পিনাং যাচ্ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমান ওড়ার ১৩ মিনিট পরেই এটিসি-র সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বলেছেন, বিমানটি সমুদ্রে ভেঙে পড়েছে, এটা নিশ্চিত। তার বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না এখনই। তবে, সার্চ অপারেশনে দায়িত্বে থাকা মাহমুদ সুয়াগি জানিয়েছেন, যেখান থেকে বিমানটি অদৃশ্য হয়ে গিয়েছিল তার কাছেই বিমানটির কিছু অংশ পাওয়া গিয়েছে। যাত্রীদের কেউ বেঁচে আছেন কিনা, তা জানি না।
ছবিঃ বিমানের ধ্বংসাবশেষ।– সংগৃহীত চিত্র
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OayNI9
October 29, 2018 at 11:17AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন