কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ

কলকাতা, ৩০ অক্টোবরঃ বিমানবন্দর সংলগ্ন এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করল বিধাননগর পুলিশ। সোমবার বিধাননগর পুলিশের তরফে এই বিষয়ে নির্দেশ জারি করা হয়। সেই নির্দেশে বলা হয়েছে, এয়ারপোর্ট, বাগুইআটি এবং নারায়ণপুর এলাকায় ফানুস ওড়ানো নিষিদ্ধ। পুলিশের তরফে জানানো হয়েছে, বিমান সুরক্ষা এবং দুর্ঘটনার আশঙ্কা থেকেই এই নির্দেশ জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতবছর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বিধাননগর পুলিশ কমিশনারেটকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে জানানো হয়, ফানুসের জেরে সুরক্ষায় প্রভাব পড়ছে। সমস্যায় পড়ছেন পাইলটরা। বিমানের জেট ইঞ্জিনে ফানুস আটকে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এরপরই তদন্ত শুরু করে বিধাননগর কমিশনারেট। দেখা যায়, বর্তমানে ফানুস ওড়ানোর প্রবণতা ক্রমশ বেড়েছে। যার জেরে সম্ভাবনা বাড়ছে দুর্ঘটনার। বিধাননগরের পুলিশ কমিশনার জ্ঞানবন্ত সিং নির্দেশিকায় জানান, মূলত এয়ারপোর্ট, বাগুইআটি এবং নারায়ণপুর থানা এলাকায় পুরোপুরি নিষিদ্ধ থাকছে লেজার লাইট এবং ফানুস। বিধাননগর পুলিশের ডিসি হেডকোয়ার্টার অমিত জাভালগি জানান, যাঁরা আইন ভাঙবেন তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় মামলা রুজু করে তদন্ত হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RnMS6P

October 30, 2018 at 04:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top