ঢাকা, ১০ অক্টোবর- মরণোত্তর চক্ষু দানের ঘোষণা দিয়েছেন ঢাকা অ্যাটাক খ্যাত তারকা আরিফিন শুভ। ঢালিউডের আলোচিত এই অভিনেতা জানিয়েছেন, চক্ষুদানের ব্যাপারে বর্তমানে অনেকের সাথেই কথা হচ্ছে। বেশ কিছু ফাউন্ডেশনের সাথেও আলাপ করেছি। তবে এ বিষয়ে সরকারের সাহায্য প্রয়োজন। সেইসাথে দেশের প্রতিটি মানুষের কাছ থেকে সাহায্য চাই আমি। শুভ আরও বলেন, অন্ধত্বের মতো হতভাগ্যের আর কিছু হয় না। আপনার-আমার একটু এগিয়ে আসাতে একটা মানুষ পৃথিবী দেখবে এটা অনেক বড় প্রাপ্তির বিষয়। তাই সবাইকে বলবো- এগিয়ে আসুন। মৃত্যুর পর আমাদের শরীরটারই প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। এজন্য মৃত্যুর পর আমার চোখ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যদি আমার দ্বারা একজন মানুষ এ সুন্দর পৃথিবী দেখতে পান তাহলে এর থেকে বড় আনন্দের বিষয় কি হতে পারে? তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ১০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OhYR8S
October 10, 2018 at 03:59PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন