শবরীমালায় প্রবেশ করতে চলেছেন দুই মহিলা, তৈরি পুলিশও

তিরুবনন্তপুরম, ১৯ অক্টোবরঃ তৃতীয় দিনে ১০০ জন পুলিশকর্মীর নিরাপত্তা মধ্যে দিয়ে শবরীমালার পথে দুই মহিলা। তাঁদের মধ্যে একজন হায়দরাবাদের একটি টিভি চ্যানেলের সাংবাদিক কবিতা জাক্কাল। দ্বিতীয়জন সমাজকর্মী রেহানা ফতিমা। আয়াপ্পাস্বামীর মন্দিরে মহিলাদের প্রবেশ রুখতে শুক্রবারও তৎপর বিক্ষোভকারীরা।তাঁদের বাধা দিতে তৈরি বিরোধীরা।

এদিন সকাল থেকেই মন্দিরের প্রবেশপথে কয়েক হাজার প্রতিবাদী ভক্তের সমাবেশ হয়েছে। সশস্ত্র পুলিশ পাহারায় আয়াপ্পা মন্দিরের দিকে যাত্রা শুরু করেছেন তেলেঙ্গানার এক মহিলা সাংবাদিক ও কোচির বাসিন্দা আরেক মহিলা ভক্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বিশাল সশস্ত্র পুলিশবাহিনী, যার নেতৃত্বে রয়েছেন আই জি শ্রীজিত। জানা গিয়েছে, তাঁদের বাধা দিতে এগিয়ে চলেছে প্রতিবাদীদের বিক্ষোভ মিছিল। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছেন আইজি।
শুক্রবার তিরুবনন্তপুরমে বৈঠকে বসছে ট্র্যাভাঙ্কোর দেবাশ্বম বোর্ড। বৃহস্পতিবার বোর্ডের তরফে জানানো হয়েছিল, সমস্যার সমাধানে তারা যে কোনও আপস করতে রাজি। বোর্ড সভাপতি এ পদ্মকুমার স্বয়ং প্রতিবাদীদের বিক্ষোভ কর্মসূচি বর্জন করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য আর্জি জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P4u1jV

October 19, 2018 at 10:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top