মুম্বাই, ২২ অক্টোবর- মোঘল সিনেমায় ফিরছেন আমির খান। সুভাষ কাপুর পরিচালিত মোঘল সিনেমায় অভিনয় করার কথা ছিল বলিউড সুপারস্টার আমির খানের। কিন্তু এই পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠার পর সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেন আলোড়ন সৃষ্টি করেছেন মি. পারফেক্টশনিস্ট। নতুন খবর হলো মোঘল সিনেমায় আবারও নাকি ফিরছেন আমির। সূত্র বলছে, মোঘল-এ কাজ করার জন্য ভূষণ ও আমিরের একাধিকবার মিটিং হয়েছে। তারা নতুন পরিচালক খুঁজছেন। পাশাপাশি তারা সিনেমাটির বাকি অভিনয়শিল্পীও খুব দ্রুত চূড়ান্ত করতে চাইছেন। মিটু ক্যাম্পেইনে যৌন হেনস্তাকারী হিসেবে বলিউডের বহু নামি তারকাদের নাম জড়িয়েছে। এদের একজন প্রখ্যাত পরিচালক সুভাষ কাপুর। জোলি এলএলবি সিনেমা নির্মাণ করে তিনি প্রশংসিত হয়েছেন। তার বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন অভিনেত্রী গীতা ত্যাগী। এদিকে সুভাষ আত্মপক্ষ সমর্থন করে জানান, আমি আমির খান ও কিরণ রাওর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যেহেতু আমার বিষয়টি বিচারাধীন, তাই আমি আদালতের মাধ্যমেই নিজেকে নির্দোষ প্রমাণ করব। ২০১৪ সালের এপ্রিলে ত্যাগী মুম্বইয়ের বারসোবা থানায় সুভাষের বিরুদ্ধে মামলা করেছিলেন। তখন সুভাষ কাপুরকে পুলিশ ধরে নিয়ে গেলে ১০ হাজার রুপি মুচলেকা দিয়ে তিনি জামিন নেন। এমএ/ ০৪:৪৪/ ২২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yv1w5o
October 22, 2018 at 10:53PM
22 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top