গান্ধিকে সর্বোচ্চ সম্মান দেবে আমেরিকা

ওয়াশিংটন, ২ অক্টোবরঃ পাঁচ পাঁচ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল মোহনদাস করমচাঁদ গান্ধিকে। কিন্তু এক বারও শিকে ছেঁড়েনি জাতির জনকের। পরে ১৯৮৯-এ দলাই লামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সময় নোবেল কমিটিও স্বীকার করেছিল গান্ধিকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল।
নোবেল না হলেও এ বার বেশ বড়ো সম্মান পাচ্ছেন গান্ধি। তাঁকে সর্বোচ্চ মার্কিন নাগরিক সম্মান দিতে চলেছে আমেরিকা। মার্কিন কংগ্রেসের ডজনখানেক সদস্যের স্বাক্ষরিত প্রস্তাবে সহমত হয়ে গান্ধিকে সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কংগ্রেসনাল গোল্ড মেডেল’ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহাত্মা গান্ধিকে সর্বোচ্চ সম্মান দেওয়ার প্রস্তাবটি প্রথম তোলেন মার্কিন কংগ্রেসের ডেমোক্র‌্যাট সদস্য ক্যারোলিন ম্যালোনি। তাঁকে সমর্থন করেন চার ভারতীয় বংশোদ্ভূত সদস্য অমি বেরা, রাজা কৃষ্ণমূর্তি, রো খান্না এবং প্রমীলা জয়পাল সহ অনেকেই। বিশ্বশান্তিতে গান্ধির অবদানকে সম্মান জানাতেই তাঁকে এই পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ম্যালোনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P4nvq5

October 02, 2018 at 07:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top