সদ্যই অধিনায়ক হিসেবে দেশকে এশিয়া কাপের শিরোপা উপহার দিয়েছেন রোহিত শর্মা। ব্যাট হাতেও রেখেছেন দারুণ ভূমিকা। শিখর ধাওয়ান হয়েছেন টুর্নামেন্টের সেরাদের একজন। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দুঃসংবাদ পেলেন দুজনেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দলে জায়গা হলো না তাদের। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আট ইনিংসে বাঁ-হাতি ধাওয়ানের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৬২ রান। শীর্ষ র্যাংকধারী ভারত সিরিজটি ৪-১ ব্যবধানে হেরে যায়। ধাওয়ান বাদ পড়লেও নতুন ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ও ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ বিরাট ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন। এই সিরিজের মধ্য দিয়েই এশিয়া কাপে বিশ্রামে থাকার পর আবারো দলে ফিরতে যাচ্ছেন অধিনায়ক বিরাট কোহলি। এদিকে জাতীয় নির্বাচকরা ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি অতি মাত্রায় কাজের চাপ থেকে বিশ্রাম দেবার জন্যই এই দুই ফাস্ট বোলারকে টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে। ইশান্ত শর্মা ও হার্দিক পান্ডিয়া ইনজুরিতে থাকায় তাদেরকে এই দলে বিবেচনা করা হয়নি। এদিকে রোহিত শর্মা বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। টুইটারে তিনি লিখেছেন, টেস্ট দলে যখনই রোহিতের নাম চোখে পড়ে না, তখনই অবাক হই। তবে রোহিতের টেস্ট দলে আসা আর বেশি দূরের নয়। আগামী ৪ অক্টোবর থেকে রাজকোটে শুরু হবে প্রথম টেস্ট, ১২ অক্টোবর হায়দ্রাবাদে শুরু হবে দ্বিতীয় টেস্ট। টেস্ট সিরিজের পর এই দুই দল ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বিরাট কোহলির দল। স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারী, রিশভ পন্ট (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১২:৩৩/ ০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Iqjfi1
October 01, 2018 at 06:37AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন