ফুটবল মানেই উত্তেজনা-উন্মাদনা। ফুটবলপ্রেমীদের কাছে মাঠের নব্বই মিনিট যেন জীবনের শ্রেষ্ঠ সময়! আর ম্যাচটি যদি হয় আর্জেন্টিনা বনাম ব্রাজিলের- তাহলে সেই উত্তাপ পৌঁছে যায় অন্য মাত্রায়। উত্তাপ আর তর্ক-বিতর্কের ছড়িয়ে পড়ে পুরো ফুটবল জগতে। আর তারই জের ধরে স্বয়ং ব্রাজিলের কোচ তিতেও স্বীকার করলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি হতে পারে না। আকাশি-সাদা ও নীল-হলুদ জার্সি মাঠে মানেই মাঠে ও বাইরে তীব্র এক লড়াই। এমনটা স্বীকার করতে একটুও দ্বিমত করেননি তিতে। মঙ্গলবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সৌদি আরবের জেদ্দায় আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। ম্যাচের আগে নিজের ভাবনা এভাবেই পরিষ্কার করে জানিয়ে দেন ব্রাজিল কোচ। তিতে বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ কখনোই প্রীতি নয়। সেই ম্যাচে আমাদের আরও ভালো করতে হবে। তা নাহলে আমরা মাথা নিচু করেই মাঠ ছাড়বো। এদিকে সৌদি আরবকে ২-০ গোলে হারালেও পারফরম্যান্সে মোটেই খুশি নন তিতে। বলেন, আমাদের খেলা মোটেও মুগ্ধ করার মতো ছিল না। আমরা জিতেছি কেবল আমাদের আক্রমণভাগের সৃজনশীলতার কারণে। অন্যদিকে, ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজে আছে আর্জেন্টিনা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/০৮:১৪/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IXGhx0
October 15, 2018 at 04:26PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন