রেশনে মিলবে স্যানিটারি ন্যাপকিন, উদ্যোগ কেন্দ্রর

নয়াদিল্লি, ২৩ অক্টোবরঃ গরিব ও নিম্নবিত্ত পরিবারের মহিলাদের জন্য রেশন দোকানে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করার প্রস্তাব দিল কেন্দ্রীয় গণবন্টন মন্ত্রক। জানা গিয়েছে, এই বিষয়ে সব রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকার খাদ্য সরবরাহ সচিবের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মূলত, বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ‘স্বচ্ছ ভারত অভিযান’ ও ন্যূনতম স্বাস্থ্যবিধির আওতায় আনার জন্যই এই উদ্যোগ চালু করতে চায় কেন্দ্র।

গত ৮ অক্টোবর রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন রাজ্য সরকার ইতিমধ্যেই এই ইশ্যুতে একাধিক প্রকল্প চালু করেছে। মূলত, বিপিএল তালিকাভুক্ত পরিবারের মহিলাদের স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে উপকৃত হচ্ছেন হাজার হাজার গরিব পরিবারের মহিলা। তবে ভোটের আগে কেন্দ্রের এমন প্রস্তাবে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PWQ496

October 23, 2018 at 03:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top