পুনেতে ৪ বছরের শিশুর বিরল সফল অস্ত্রোপচার

নয়াদিল্লি, ১০ অক্টোবরঃ ৪ বছরের শিশুর বিরল অস্ত্রোপচারের মাধ্যমে পুনের ডাক্তাররা ফের একবার প্রমাণ করলেন চিকিত্‍‌সা শাস্ত্রে বিশ্বের উন্নত দেশগুলির থেকে কোনও অংশে পিছিয়ে নেই ভারত। দেশে এই প্রথম সফলভাবে প্রতিস্থাপিত হল ৪ বছরের এক শিশুর স্কালের (মাথার খুলির) ৬০ শতাংশ। খুলির ক্ষতিগ্রস্ত অংশ বদলে লাগানো হল বিশেষ ভাবে তৈরি থ্রি-ডায়মেনশনাল ইন্ডিভিজুয়ালাইজড পলিথাইলিন হাড়। জানা গিয়েছে, স্কালের নির্দিষ্ট মাপ নিয়ে এই হাড় তৈরি করেছে একটি মার্কিন সংস্থা।

২০১৭ সালের ৩১ মে শিরওয়ালের কাছে একটি গাড়ি দুর্ঘটনায় মাথায় গভীর আঘাত লাগে এই শিশুর। দুটি জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। এবছর ফের হাসপাতালে ভরতি করার পরামর্শ দেন ডাক্তাররা। গত ১৮ মে স্কাল ইমপ্লান্ট সার্জারিটি সম্পন্ন হয়। ভারতী হাসপাতালের ডা জিতেন্দ্র ওসওয়াল জানিয়েছেন, ‘ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। অচেতন অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। মাথা থেকে রক্তপাত হচ্ছিল ওর। তত্‍ক্ষণাত্‍ ওকে ভেন্টিলেশন সাপোর্টে দেওয়া হয়েছিল। পরে সিটি স্ক্যানে জানা গিয়েছিল মাথার পিছনের দিকে হাড় ভেঙে গিয়েছে। সেটিই মস্তিষ্কে চাপ দিচ্ছে। কোথরুডের বাসিন্দা ওই শিশুর মা জানিয়েছেন, ইতিমধ্যে স্কুল যাওয়া শুরু করেছে সে। দুর্ঘটনার আগে যেমন জীবন ছিল, স্কাল প্রতিস্থাপনের পরও ফের তেমনই জীবন ফিরে পেয়েছে সে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EajX4z

October 10, 2018 at 02:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top