হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু লেস্টারের মালিকের

লেস্টার, ২৯ অক্টোবরঃ কিং পাওয়ার স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচটা সবে শেষ হয়েছে। দর্শকরা মাঠ ছাড়ার পর নিজের প্রাইভেট জেটে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন লেস্টার সিটির মালিক ভিচাই শ্রীভাদান্যপ্রভাও। সেইমতো মাঠেই হেলিকপ্টারে চেপে বসেন তিনি। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই ক্লাবের পার্কিংয়েই ভেঙে পড়ে ভিচাইয়ের প্রাইভেট হেলিকপ্টার। তখনই আশঙ্কা করা হয় যে, তাঁর মৃত্যু হয়েছে। এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের তদন্তের পর সেই আশঙ্কাই সত্যি হল। সোমবার বিবিসি সূত্রে খবর, মৃত্যু হয়েছে ভিচাই ও তাঁর দুই সঙ্গীর। পাশাপাশি পাইলট এরিক সাফার এবং সঙ্গী ইজাবেলারোজা লেচোউইজেরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

প্রসঙ্গত, ২০১০ সালে লেস্টার সিটি কিনে নেন ভিচাই। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমেছে লেস্টার সিটি সহ গোটা ইংল্যান্ডের ফুটবল জগতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CMAklw

October 29, 2018 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top