চালসা, ৩০ অক্টোবরঃ গরুমারার বনকর্মীদের কাছে বড়ো হচ্ছে চালসা চা বাগানের মূর্তি ডিভিশন থেকে উদ্ধার হওয়া একটি হস্তীশাবক। শাবকটি এখন পিলখানার গাছবাড়িতে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। গত ৮ অক্টোবর উদ্ধারের সময় শাবকটির বয়স ছিল মাত্র দেড় মাস। নিয়ম করে কৌটোর দুধ দেওয়া ছাড়াও তাকে এখন খেতে দেওয়া হচ্ছে ডাবের জল। প্রতিদিন সারা শরীরে তেল মাখিয়ে দিচ্ছেন কর্মীরা। দেওয়া হচ্ছে স্যালাইনও। চিকিত্সক শ্বেতা মণ্ডলের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধ দেওয়া হচ্ছে তাকে।
৩১ অক্টোবর চালসার টিয়াবনে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনকর্মী ও আধিকারিকরা চাইছেন মুখ্যমন্ত্রী শাবকটির নামকরণ করুন। এর আগেও গরুমারার এরকম একটি শাবকের নামকরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। পিলখানায় শাবকটিকে দেখতে যান অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরি। তিনি বলেন, ‘শাবকটি এখন সুস্থ আছে। হাঁটাচলাও করছে। খাওয়াদাওয়াও নিয়মিত করছে। বুধবার দিদি পিলখানার পাশেই টিয়াবনে আসছেন। সবাই চাইছেন শাবকটির নামকরণ তিনিই করুন।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OWidkq
October 30, 2018 at 04:53PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন