বিরাটকে শোয়েবের চ্যালেঞ্জ

মুম্বই, ২৮ অক্টোবরঃ ব্যাট হাতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছেন কোহলি। ভেঙেছেন সচিনের দ্রুততম ১০ হাজার রানের রেকর্ডও। দেশের মাটিতে উইন্ডিজের বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরির হ্যাটট্রিকের রেকর্ডও গড়লেন তিনি।

এ বার কোহলিকে নতুন চ্যালেঞ্জ দিলেন পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার। তিনি বলেন, ‘আমি ভারত অধিনায়ককে ১২০ সেঞ্চুরির গণ্ডি পেরোতে দেখতে চাই। যা বেশ কঠিন কাজ। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এমন চ্যালেঞ্জ একজনকেই দেওয়া যায়।’

শোয়েব আখতার তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন, ‘গুয়াহাটি, বিশাখাপত্তনম, পুনে- এই তিন ওডিআই-তেই সেঞ্চুরি করেছেন বিরাট। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রেকর্ডও গড়েছেন তিনি। বিরাট একজন অসাধারণ রান মেশিন। চালিয়ে যাও। আমি তোমার জন্য ১২০টি সেঞ্চুরির লক্ষ্যমাত্রা সেট করলাম।’

কোহলির ঝুলিতে বর্তমানে রয়েছে ২৪টি টেস্ট সেঞ্চুরি ও ৩৮টি ওয়ান ডে সেঞ্চুরি। সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় বিরাট এখন রয়েছেন চার নম্বরে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q73Ia8

October 28, 2018 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top