রিয়াধ, ৭ অক্টোবরঃ সৌদি আরবে এই প্রথম একজন মহিলা ব্যাংক পরিচালনার দায়িত্ব পাচ্ছেন। সৌদি-ব্রিটিশ ব্যাংক (এসএবিবি) ও আলাওয়াল ব্যাংক সংযুক্ত হওয়ার পর নতুন ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন সৌদি মহিলা লুবনা আল ওলায়ান। এর আগে তিনি ফাইন্যান্সিং কোম্পানির প্রধান নির্বাহী আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেন। নিউ ইয়র্কের মরগান গ্যারান্টির উচ্চপদেও তিনি কাজ করেছেন।
লুবনা আল ওলায়ানের নাম ফোবর্সের ২০১৮ সালের মধ্যপ্রাচ্যের প্রভাবশালী নারীদের তালিকায় রয়েছে। লুবনা ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি করেছেন।
দীর্ঘদিন ধরে রক্ষণশীল নীতি মেনে চলা সৌদি আরবে সম্প্রতি যুবরাজ মহম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচিতে নারীর ক্ষমতায়নে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। গাড়ি চালানো, হলে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পেয়েছেন মহিলারা। এবার ব্যাংক পরিচালনার দায়িত্বে আসছেন প্রথম কোনও মহিলা। তবে এখনও সে দেশে কোনো মহিলাকে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে তাঁর স্বামী বা অন্য অভিভাবকের অনুমোদন নিতে হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OOwpLD
October 07, 2018 at 05:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন