ঢাকা, ০৩ অক্টোবর- সাফটা চুক্তির আওতায় শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত কলকাতার ছবি নাকাব। ছবিটি মুক্তিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন জায়গায় প্রচারণার জন্য লাগানো হয়েছে পোস্টার। আর এই পোস্টারকে কেন্দ্র করেই যত গণ্ডগোল। ছবিতে কোন চরিত্রেই অভিনয় করেননি বাংলাদেশের নায়ক ও খলনায়ক অমিত হাসান। কিন্তু, পোস্টারে ঠিকই দেখা যাচ্ছে তাকে। এ বিষয়ে অমিত হাসান অভিযোগ করে বলেন, আমি মগবাজার দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখি নাকাব ছবির পোস্টারে আমি। অথচ আমি এই ছবিতে অভিনয় করিনি। যেখানে আমি অভিনয়ই করিনি সেখানে প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিবেশক কোনো ভাবেই আমার ছবি ব্যবহার করতে পারেন না। এটা অনৈতিক। বাংলাদেশে ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে অমিত হাসান বলেন, এখনও বলিনি, তবে বলব। এ ব্যাপারে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলীমুল্লাহ খোকন বলেন, বিষয়টি আমি জানি না, জেনে পরে বলতে পারব। এছাড়া জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকতা দাবি করেন, তিনি (অমিত হাসান) অভিনয় করেননি এটা সত্য, ভুলটা আমাদের নয় এটা যিনি পোস্টার ডিজাইন করেছেন সে ভুল করেছে হয়তো। নাকাব-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টালিউডের দুই জনপ্রিয় নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। প্রযোজনা করেছে কলকাতার প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2RoGkWi
October 03, 2018 at 11:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top