ক্রিকেটের জমজমাট মৌসুম চলছে চলতি মাসে। টেস্ট প্লেয়িং ছয়টি দেশ ব্যস্ত আছে সিরিজ নিয়ে। আর তাতে রেটিং পয়েন্টেও হবে ওঠা নামা। জয়-পরাজয়ের বিভিন্ন সমীকরণের সাথে র্যাঙ্কিংয়েও আসবে উল্লেখযোগ্য পরিবর্তন। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ছয় দেশের এই গুরুত্বপূর্ণ সিরিজগুলোর র্যাংকিং আর রেটিং পয়েন্টের সমীকরণ নিয়ে পর্যালোচনা করছে। গতকাল (১০ অক্টোবর) আইসিসির পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, উপমহাদেশের তিনটি বড় টুর্নামেন্টের ফলে কার র্যাঙ্কিং কোথায় যেতে পারে। সেদিক থেকে দেখা যাচ্ছে ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে, বাংলাদেশের র্যাংকিংয়ের পরিবর্তন হবে না, তবে একটি মাত্র রেটিং পয়েন্ট বাড়বে। বর্তমানে একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিয়ে বাংলাদেশের অবস্থান ৭ আর জিম্বাবুয়ের অবস্থান ১১ নম্বরে। যদি জিম্বাবুয়েকে তিনটি ম্যাচেই হারাতে পারে টাইগাররা তাহলে রেটিং পয়েন্ট ৯২ থেকে ৯৩ হবে। কিন্তু একটি ম্যাচ হেরে গেলেই দুটি রেটিং পয়েন্ট কাটা যাবে। দুটি ম্যাচ হারলে রেটিং পয়েন্ট কাটা পড়বে পাঁচটি! কিংবা রেজাল্ট কোনো কারণে উল্টো হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট নেমে যাবে ৮৫তে। সুতরাং সিরিজটি আর যাই হোক কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই টাইগারদের। বরং আধিপত্য বিস্তার করেই জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে হবে স্বাগতিকদের। বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের রেটিং সমীকরণ: ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯৩, জিম্বাবুয়ে ৫২ ২-১ ব্যবধানে জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯০, জিম্বাবুয়ে ৫৪ ২-১ ব্যবধানে হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৭, জিম্বাবুয়ে ৫৬ ৩-০ ব্যবধানে হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৮৫, জিম্বাবুয়ে ৫৮ তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2A5cKii
October 11, 2018 at 11:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top