স্প্যানিশ লা-লিগায় টানা তিন ম্যাচ জয় না পাওয়া বার্সা রাতে (৪ অক্টোবর) চ্যাম্পিয়ন লিগে দুর্দান্ত খেলেছে টটেনহ্যামের বিরুদ্ধে। ম্যাচ শুরুর দুই মিনিটের মাথাই ফিলিপে কুতিনহোর গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ২৮ মিনিটের মাথায় রাকিটিচের দুর্দান্ত গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ক্যাটালানরা। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ভ্যালভার্ডের শিষ্যরা। ম্যাচের দ্বিতীয় আর্ধের ৫২ মিনিটে হ্যারিকেন গোল করে ম্যাচে ফেরার আশা দেখালেও সেটা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি বার্সেলোনা। ৫৬ মিনিটে গোল করে দলকে নিরাপদে রাখেন মেসি। এরপর ম্যাচের ৬৬ মিনিটের মাথায় টটেনহ্যামের পক্ষে এরিক লামেলার গোলে আবারো ম্যাচে ফেরার চেষ্টা করে টটেনহ্যাম। অবশ্য তাদের সেই চেষ্টা সফল হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে মেসির দ্বিতীয় গোলে ৪-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এদিকে চ্যাম্পিয়ন্স লিগের অপর খেলায় শক্তিশালী লিভারপুলের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে নাপোলি। নাপোলির পক্ষে একমাত্র গোলটি করেন লরেঞ্জ। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৪ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QoLLTY
October 04, 2018 at 07:54PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন