কলকাতা, ১৫ অক্টোবর- পুজোর সময় শহর ও শহরতলি থেকে প্রচুর মানুষ এসে ভিড় করে কলকাতার প্যান্ডেলে প্যান্ডেলে৷ ভিড়ে হারিয়ে যাওয়া মানুষদের বিশেষ করে শিশুদের খুঁজে দেবে বন্ধু কলকাতা৷ এবার শারদোৎসবের সময় কলকাতায় তিনটি বিশেষ ক্যাম্প করা হয়েছে৷ ১৫ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টা থেকে ভোর ৪টা পর্যন্ত ক্যাম্পগুলোতে এই পরিষেবা চালু থাকবে৷ ক্যাম্পগুলো হল বিকে পাল এবং অরবিন্দ সরণি মোড়, শিয়ালদহ ৫ নম্বর প্লাটফর্ম, রাসবিহারী এবং এস পি মুখার্জী মোড়৷ এছাড়াও থাকবে ৯ টি উদ্ধারকারী মোবাইল টিম৷ থাকছে টোল ফ্রি হেল্প লাইন৷ মোবাইল হেল্প নম্বর হল- 9002999999 অথবা টোল ফ্রি নম্বর ১০৯৮-এ ফোন করেও যে কোনও সময়ে হারিয়ে যাওয়া শিশুদের বিষয়ে জানানো যাবে৷ গোটা বিষয়টি লালবাজার কন্ট্রোলরুম থেকে তত্ত্বাবধান করা হবে৷ প্রায় ১০ বছর আগে হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে তাদের বাড়ি বা হোমে পাঠানোর কাজ করে আসছে কলকাতা পুলিশ৷ ২০১৪ সাল থেকে বন্ধু কলকাতা নামে নতুন একটি প্রকল্পের উদ্যোগ নেয় রাজ্য সরকার৷ কলকাতা পুলিশ, নারী-শিশু ও সমাজকল্যাণ দপ্তর, শিশুকল্যাণ সমিতি এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চালু হয় ওই প্রকল্প৷ এদের মধ্যে হাইভ ইন্ডিয়া,মেডিকেল ব্যাংক,সিনি কলকাতা,পাথ ওয়েলফেয়ার সোসাইটি প্রমুখ৷ নারী-শিশু ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, সারা বছরই শিশুদের নিয়ে আমরা কাজ করি৷ তবে পুজোর সময় নিখোঁজদের বাড়ি ফেরাতে বন্ধু কলকাতা নামে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে৷ শহরের আটটি ডিভিশনে একটি করে মোবাইল ভ্যান রাখা থাকবে৷ কোনও মণ্ডপে নিখোঁজের খবর এলেই তারা সংশ্লিষ্ট ভ্যানের সঙ্গে যোগাযোগ করবেন৷ বন্ধু কলকাতার কর্তব্যরত সদস্যরা সংশ্লিষ্ট থানার সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করবে৷ হারিয়ে যাওয়া শিশু- মহিলা- প্রবীণ ব্যক্তির খোঁজ শুরু করবে তারা৷ উদ্ধার করার পর প্রাথমিকভাবে নির্দিষ্ট ভ্যানে তাকে রাখা হবে৷ এর জন্য ওই গাড়িতে শিশুবান্ধব পরিবেশও থাকবে৷ এরপর পুলিশ অথবা স্বেচ্ছাসেবী সংস্থাগুলির মাধ্যমে শিশুটিকে হোমে পাঠানো বা বাবা-মার হাতে ফেরানোর ব্যবস্থা করা হবে৷ তথ্যসূত্র: কলকাতা২৪৭ একে/০৮:২৫/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pSeKnR
October 16, 2018 at 02:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top