কুপ্রস্তাবে ‘না’ বন্ধু ও বন্ধুর স্ত্রীর ওপর অ্যাসিড ঢালল ব্যক্তি

লখনউ, ৯ অক্টোবরঃ বন্ধু ও বন্ধুর স্ত্রীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ এক বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত কুলদীপ সাক্সেনা(৩৭)। পেশায় রিক্সা চালক। উত্তরপ্রদেশের ইজ্জতনগরের তুলাসেরপুরের ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে ৪৫২, ৩০৭, ৩২৬ এ, ৫০৪ এবং ৩২৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত পলাতক।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, কুলদীপের কাছ থেকে ওই দম্পতি পাঁচ হাজার টাকা ধার করেছিল। টাকা ফেরত দিতে না পারায়, বন্ধুর স্ত্রীকে কুলদীপ তার সঙ্গে থাকার প্রস্তাব দেয়। তবে কুলদীপের প্রস্তাবে রাজি হয়নি ওই দম্পতি।
পুলিশ জানিয়েছে, গত রবিবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওই দম্পতি। সেই সময় তাঁদের বাড়িতে ঢুকে লুকিয়েছিল কুলদীপ। বাড়িতে ঢোকা মাত্র লাঠি দিয়ে দম্পতিকে মারধর শুরু করে সে। এর পরই অ্যাসিড ছুড়ে মারে।
প্রায় সহ্গে সঙ্গেই দু’জনকেই হাসপাতালে ভরতি করা হয়। ওই মহিলার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর স্বামীর পুড়েছে প্রায় ৪০ শতাংশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Nwz9bK

October 09, 2018 at 08:49PM
09 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top