রিয়াদ, ১২ অক্টোবর- এশিয়ার দল ইরাককে প্রীতি ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সৌদি আরবে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লাউতারো মার্তিনেস। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা। শেষের দিকে জালের দেখা পান হের্মান পেস্সেইয়া ও ফ্রাঙ্কো সেরভি। ম্যাচটিতে শুরুতেই দূর্বল ইরাককে চেপে ধরে আর্জেন্টিনা। তবে ওয়ান টাচ নির্ভর আক্রমণগুলো প্রতিপক্ষের সীমানায় গিয়ে সুবিদা করতে পারেনি আর্জেন্টাইনা যোদ্ধারা। বিশেষ করে পাওলো দিবালা নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারেনি শুরু থেকে শেষ অবধি। ম্যাচের অষ্টাদশ মিনিটে আর্জেন্টিনাকে মার্তিনেস এগিয়ে নেয়ার পর ২৯তম মিনিটে ফাব্রিসিও বুস্তোসের ক্রসে সুযোগ আসে দিবালার সামনে। কিন্তু বল ঠিক মতো নিয়ন্ত্রণ না নিতে পারায় দ্বিতীয় গোল বঞ্চিত হয় দল। এরপর ৩৪তম মিনিটে রদ্রিগো দে পলের শট কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইরাকের গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে সুযোগ আসে দিবালার সামনে। এদুয়ার্দো সালভির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে দিবালাকে বাড়ান মার্তিনেস। ইউভেন্তুস ফরোয়ার্ডের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো পেরেইরা। দিবালার কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। ইরাকের ডিফেন্ডার ব্যস্ত ছিলেন দিবালাকে সামলাতে, সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেননি অক্ষিত পেরেইরা। ৮২তম মিনিটে কর্নার থেকে এদুয়ার্দো সালভিওর হেডে বল পেয়ে যান পেস্সেইয়া। ফিওরেন্তিনার এই ডিফেন্ডারের হেড জড়ায় জালে। যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আরও বাড়ান সেরভি। ওয়াল্তার কান্নেমানের কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন বেনফিকার এই মিডফিল্ডার। সূত্র: গোনিউজ২৪ আর/০৮:১৪/১২ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pNJTJ5
October 12, 2018 at 04:12PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন