মুম্বাই, ০১ অক্টোবর- না ফেরার দেশে চলে গেলেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণারাজ কাপুর। সোমবার ভোর ৫ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। কৃষ্ণারাজ কাপুরের মৃত্যু খবর শোনার পর শোকের মাতম উঠেছে বলিউড পাড়ায়। বলিউড তারকাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন শোক বার্তা। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, ১৯৪৬ সালে রাজ কাপুরকে বিয়ে করেন কৃষ্ণা মালহোত্রা। বিয়ের পর থেকেই তাঁর নামের সঙ্গে যুক্ত হয় কাপুর। রাজ-কৃষ্ণার সংসারে তাদের পাঁচ সন্তানের মধ্যে রয়েছেন, তিন ছেলে রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজিব কাপুর এবং দুই মেয়ে ঋতু ও রীমা। ঋষি কাপুর এবং নীতু কাপুরের বড় মেয়ে ঋদ্ধিমা কাপুর সোশ্যাল মিডিয়ায় একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন। সেখানে পরিবারের অন্যদের সঙ্গে কৃষ্ণারাজ কাপুরকে দেখা যায় প্যারিস ভ্রমণে। ঋদ্ধিমা কাপুর ইনস্টাগ্রামে দাদির সঙ্গে আরও দুটো ছবি শেয়ার করে লিখেছেন, তোমাকে ভালোবাসি। তোমাকে সব সময় ভালোবাসবো-আরপি দাদি। এদিকে কাপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষ্ণারাজ কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইতে চেম্বুর শ্মশানে। তথ্যসূত্র: আরটিভি অনলাইন আরএস/ ০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QmlG7X
October 02, 2018 at 12:14AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন