পদ্মায় নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নে পদ্মানদীর ধুলাউড়ি ঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজের একদিন পর ৩ বছরের শিশু নাইমের লাশ উদ্ধার করা হয়েছে। নারায়নপুর ইউনিয়নে ৩২ রশিয়া ঘুনটোলা গ্রামের  মেসের আলীর ছেলে। বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা এলাকা থেকে শিশু নাইমের লাশ উদ্ধার হয়।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান কামাল হোদা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সদর উপজেলার ৭ নং বাঁধ থেকে ২০ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া নৌকাটি  ধুলাউড়ি ঘাটের নিকট পৌছুলে প্রচন্ড তের তোড়ে ডুবে যায়। এসময় ১৯ জন যাত্রী সাঁতরিয়ে ও তীরের মানুষজনের সাহায্যে বেঁচে গেলেও নিখোঁজ হয় ৩ বছর বয়সী শিশু নাইম। বুধবার বেলা ১১টায় শিশটির লাশ উদ্ধার হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম দূর্ঘটনাটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় সদর উপজেলা প্রশাসন শিশুর পরিবারকে ৫ হাজার টাকা অর্থ সাহায্য করেছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৩-১০-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2zP0SRa

October 03, 2018 at 09:21PM
03 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top