জানুয়ারির মধ্যেই সাঁতরাগাছিতে তৈরি হবে নতুন ফুটব্রিজ

হাওড়া, ২৫ অক্টোবরঃ দক্ষিণ-পূর্ব রেলের জেনেরাল ম্যানেজার পূর্ণেন্দু মিশ্র বৃহস্পতিবার ঘোষণা করলেন, সাঁতরাগাছিতে তৈরি হবে নতুন চারটি ফুটব্রিজ। কাজ শেষের টার্গেট রাখা হয়েছে ৩১ জানুয়ারি।

রেল সূত্রে খবর, সাঁতরাগাছি স্টেশনে ৩০টি সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু গত ৬ মাস যাবৎ সমস্ত ক্যামেরাই বিকল ছিল। স্টেশন সৌন্দর্যায়নের সময় করার সময় বিকল হয়ে যায় ওই ক্যামেরাগুলি। অভিযোগ, তারপর সেগুলো ঠিক করার কোনও তাগিদই দেখায়নি দক্ষিণ-পূর্ব রেল।

আজ পূর্ণেন্দু মিশ্র সাঁতরাগাছি স্টেশনে যান। তিনি বলেন, ‘হাওড়া স্টেশনে আর নতুন কোনও ট্রেন চালানোর জায়গা নেই। সেই সূত্রে ১৫ বছর আগে সবদিক খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয় সাঁতরাগাছিকে টার্মিনাল স্টেশন করার। তখন সবদিক খতিয়ে দেখা হয়েছিল। জানা গিয়েছিল ত্রুটির দিকগুলো। কিন্তু তখন ফান্ড ছিল না। এখন ফান্ডের কোনও অভাব নেই। ফলে কাজও দ্রুত গতিতে হচ্ছে। আরও চারটে ফুট ব্রিজ তৈরি হবে, যা আগের থেকে চওড়া।’
দুর্ঘটনার দিন একটি ত্রুটির কথা স্বীকার করে নিয়েছেন পূর্ণেন্দু। তিনি বলেন, ‘শেষ মুহূর্তে ট্রেনের প্ল্যাটফর্ম পালটানোর ঘোষণা ঠিক হয়নি। এবার থেকে কোনও ট্রেনের প্ল্যাটফর্ম খুব প্রয়োজন না থাকলে পালটানো যাবে না। পালটাতে হলে অন্তত ট্রেনের সময়ের ৩০ মিনিট আগে জানাতে হবে।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Jhfhsx

October 25, 2018 at 11:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top