মুম্বই, ৩১ অক্টোবরঃ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া(এফটিআইআই)-এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অনুপম খের। বিতর্কিত চেয়ারম্যান গজেন্দ্র চৌহানের জায়গায় এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়েছিলেন অনুপম খের।
ইতিমধ্যেই অনুপম নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের কাছে। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক বেশ কিছু দায়বদ্ধতার জন্যই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে। আন্তর্জাতিক কাজের জন্য তাঁকে বেশ কয়েক বছর মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে হতে পারে। আর সেকারণেই এফটিআইআই-এর কাজে সময় দিতে পারবেন না।
অনুপম ট্যুইট করেও একথা জানিয়েছেন। তাঁর ইস্তফাপত্র ইতোমধ্যেই গ্রহণ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ACT7hK
October 31, 2018 at 03:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন