ফের প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা

সান ফ্রান্সিসকো, ১৩ অক্টোবরঃ আবারও প্রশ্নের মুখে ফেসবুকের নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, প্রায় তিন কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য এখন হ্যাকারদের হাতের মুঠোয়। এমনটাই জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অটোমেটিক প্রোগ্রাম ব্যবহার করে প্রায় ১ কোটি ৪০ লক্ষ ব্যবহারকারীর জন্ম তারিখ, চাকরির ঠিকানা, ধর্মীয় পরিচয়, ফলোয়ার, শেষ তাঁরা কোথায় কোথায় গিয়েছিলেন এবং শেষ ১৫ বার তাঁরা কাকে ফেসবুকে খুঁজেছেন- এই সমস্ত নানা তথ্যগু জানতে পেরেছে হ্যাকাররা। বাকি ১ কোটি ৫০ লক্ষ ব্যবহারকারীর ঠিকানা, ফোন নম্বর, বন্ধু তালিকায় কারা রয়েছে সেগুলি জেনেছে তারা। যদিও ফেসবুক কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ ব্যবহারকারীদের সংখ্যা যতটা হবে বলে আশা করেছিল বাস্তবে তা অনেকটাই কমেছে।

ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট গাই রোজেন জানিয়েছেন, তদন্ত চলাকালীন হ্যাকারদের সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে নিষেধ করেছে এফবিআই। ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না জানতে ফেসবুকের ‘‌হেল্প সেন্টার’ যেতে হবে ব্যবহারকারীদের। যদি অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে, তাহলে সেখানেই ফেসবুক কর্তৃপক্ষের তরফে তা জানিয়ে দেওয়া হবে। এমনকি তাঁরা যেন পরবর্তী কোনও অচেনা ফোন নম্বর বা মেলের উত্তর না দেন, সে ব্যাপারেও ফেসবুক কর্তৃপক্ষের তরফে সাবধান থাকতে বলা হয়েছে। তবে সংস্থার তরফে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত বা অন্য কোনও স্পর্শকাতর তথ্য ফাঁস হয়নি বলে জানানো হয়েছে। এমনকি সুরক্ষিত রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A7Me7J

October 13, 2018 at 05:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top