নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ অহিন্দুরাও যেতে পারবে সবরীমালা মন্দিরে। রায় দিল কেরালা হাইকোর্ট। সবরীমালায় অহিন্দুদের প্রবেশ রুখতে আদালতে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা টিজি মোহনদাস।
সেই পিটিশনে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি পিআর রামচন্দ্র মেনন ও দেবন রামচন্দ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শবরীমালায় সব ধর্মের মানুষ যান। সেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হলে তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে। এ ব্যাপারে সরকার ও মন্দির কর্তৃপক্ষের মতামত জানতে চেয়েছে আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P22lgt
October 30, 2018 at 05:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন