সবরীমালায় প্রবেশ করতে পারবে অহিন্দুরাওঃ কেরালা হাইকোর্ট

নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ অহিন্দুরাও যেতে পারবে সবরীমালা মন্দিরে। রায় দিল কেরালা হাইকোর্ট। সবরীমালায় অহিন্দুদের প্রবেশ রুখতে আদালতে আবেদন জানিয়েছিলেন বিজেপি নেতা টিজি মোহনদাস।

সেই পিটিশনে অসন্তোষ প্রকাশ করে বিচারপতি পিআর রামচন্দ্র মেনন ও দেবন রামচন্দ্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শবরীমালায় সব ধর্মের মানুষ যান। সেখানে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করা হলে তাতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে। এ ব্যাপারে সরকার ও মন্দির কর্তৃপক্ষের মতামত জানতে চেয়েছে আদালত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P22lgt

October 30, 2018 at 05:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top