রাজকোট, ৭ অক্টোবরঃ স্বাস্থ্যই সম্পদ। জীবনে চলার পথে অনেকেই এমনটা অনুভব করেছেন। কিন্তু কতজন বাস্তবে তা প্রযোগ করে দেখাতে পেরেছেন? হয়তো অনেকে পেরেছেন। কিন্তু ব্যর্থতার তালিকাটাই নিশ্চিতভাবে দীর্ঘ হবে সফলদের তুলনায়। আপাতত সফলদের তালিকায় সবথেকে বড়ো নাম ভারত অধিনায়ক বিরাট কোহলি। বছর দশেক আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময়ও বিরিয়ানি, তন্দুরির মতো মশালাদার খাবার দারুণ পছন্দ ছিল তাঁর। সময়ের সঙ্গে ছবিটা বদলেছে। তাঁর ব্যক্তিগত ট্রেনার শংকর বসু প্রথম কোহলির ভাবনায় বদল এনেছিলেন। পরে স্ত্রী অনুষ্কা শর্মা কোহলিকে খাদ্য তালিকায় আমূল পরিবর্তন এনে তাঁকে ভিন গ্রহের প্রাণী করে তুলেছেন। যার সাম্প্রতিকতম উদাহরণ ভারত অধিনায়ক বিরাট কোহলির নিরামিসাশী হওয়ার সিদ্ধান্ত। নিজেকে আরও ফিট রাখার জন্যই কোহলি আমিষ ও প্রোটিন জাতীয খাবার খাওয়া ছেড়ে দিয়েছেন বলে খবর। যার শুরুটা বিরাট করেছিলেন মাস চারেক আগে আইপিএলের শেষের দিকে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zVNDhx
October 07, 2018 at 08:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন