কলকাতা, ২৬ অক্টোবরঃ প্রয়াত হলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। শুক্রবার দুপুরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, এদিন সকাল থেকেই প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিধানসভার প্রাক্তন বিরোধী দলনেতা পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। পঙ্কজবাবুর অবস্থা সঙ্কটজনক দেখে তাঁকে সঙ্গে সঙ্গে ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করে তাঁর পরিবার। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর দেহ বাড়িতে নিয়ে আসার পর স্থানীয় এক চিকিত্সক জানান, পঙ্কজবাবুর মৃদু হৃদস্পন্দন চলছে। এরপরই বাড়ি থেকে পঙ্কজবাবুকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী একটি হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qcLg4h
October 26, 2018 at 04:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন