বনগাঁয় ভেজাল সর্ষের তেলের কারখানার হদিশ

বনগাঁ, ২৮ অক্টোবরঃ ভেজাল সর্ষের তেলের কারখানার হদিশ মিলল উত্তর ২৪ পরগনার বনগাঁয়। ওই কারখানা থেকে প্রচুর পরিমাণ ভেজাল সর্ষের তেল বাজেয়াপ্ত করেছেন এফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, বনগাঁর গোবরাপুরে এক ব্যক্তি প্রায় তিনবছর ধরে বাড়িতে নকল তেলের কারবার চালাচ্ছিল। ঘানি থেকে সর্ষের তেল কিনে এনে তার সঙ্গে পামতেল, সয়াবিন তেল ও কেমিকেল মিশিয়ে বাজারে বিক্রি করত। গোপন সূত্রে সেই খবর পায় আইবি। শুক্রবার রাতে ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে নানা রকম কেমিকেল ও ভেজাল তেল সহ ফাঁকা ৩২টি ড্রাম বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্ত কারখানার মালিক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

যদিও অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ভেজাল তেল তৈরির অভিযোগ অস্বীকার করে জানান, কেউ তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে। পুলিশ তেলের নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JmMhQa

October 28, 2018 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top