পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ৩ বিজ্ঞানীর

স্টকহোম, ২ অক্টোবরঃ ২০১৮ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন বিজ্ঞানী আর্থার অ্যাশকিন, জেরার্ড মউরো এবং ডোনা স্ট্রিকল্যান্ড। মঙ্গলবার এইকথা ঘোষণা করেছে নোবেল কমিটি। লেসার ফিজিক্সে ‘যুগান্তকারী আবিষ্কারের জন্য’ নোবেল পুরস্কার পেয়েছেন অ্যাশকিন। অন্যদিকে, ‘হাই ইন্টেনসিটি আলট্রা-শর্ট অপটিক্যাল পাল্স সৃষ্টি’ করার প্রক্রিয়ার জন্য নোবেল পেয়েছেন মউরো এবং স্ট্রিকল্যান্ড।

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের ইতিহাসে দু’বার পদার্থ বিজ্ঞানে নোবেল জেতার বিরল কীর্তি রয়েছে একমাত্র বিজ্ঞানী জন বার্ডিনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P4rdQy

October 02, 2018 at 05:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top