ঢাকা, ১৭ অক্টোবর- এশিয়া কাপ ২০১৮ আসরের ফাইনাল ম্যাচে ভারতে বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। এরপর পেরিয়ে গেছে বেশ কিছু দিন যা প্রায় ৩ সপ্তাহ। কিন্তু, সেই ম্যাচে টাইগার ওপেনার লিটন দাসের বিতর্কিত স্ট্যাম্পিং যেন আজও বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের মনেদগদগে ক্ষত হয়ে আছে। লিটন দাস ওইদিন আউট ছিলেন কিনা তা নিয়ে অনেক তর্ক-বিতর্ক হয় ক্রিকেট মহলে। এই আউট নিশ্চিতভাবেই তর্ক-বিতর্কের দাবি রাখে। সেই প্রেক্ষাপটে সেদিনের পর এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনাই হয়েছে। তবে কেউই এর পরিসমাপ্তিতে পৌঁছাতে পারেন নি। তবে বাংলাদেশি ক্রিকেট বোদ্ধা থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীদের ধারণা সেদিন লিটন দাসকে আউটের সিদ্ধান্ত না দিলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত তা নিঃসন্দেহেই বলা যায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে টাইগার ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। তাদের মধ্যে অনেকেই এও মনে করেন যে, ভারত আরও একবার বাংলাদেশের কাছ থেকে একটি প্রাপ্য বিজয় ছিনিয়ে নিয়েছে। এশিয়া কাপের প্রায় ৩ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর লিটন গণমাধ্যমের মুখোমুখি হলে তার সঙ্গে ঘটে যাওয়া বিতর্কিত আউট এর বিষয়টি উঠে আসে। গণমাধ্যমকর্মীরা বিতর্কিত এ আউট নিয়ে তার নিজস্ব বক্তব্য জানতে চান। জবাবে এই টাইগার প্রতিভাবান ক্রিকেটার বলেন, হ্যাঁ, আরও কিছুক্ষণ খেলতে পারলে ভালো হতো। সেটা দলের জন্য, আমার জন্যও। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছেন, সেটা আউটই। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে মিরপুরে অনুশীলনের ফাঁকে লিটন জানালেন নিজের বেশ কিছু কথা। এশিয়া কাপের সেঞ্চুরি ও এনসিএলের ডাবল সেঞ্চুরি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ এর জবাবে বললেন, অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটের সেঞ্চুরি বেশি গুরুত্ববহ। আপনারাও ভালো জানেন, আমি অনেক দিন ধরেই ব্যাকফুটে ছিলাম। পারফর্ম করাটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। একইসঙ্গে আমার জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি, এটা আমার জন্য অনেক ব্যাপার। এছাড়া বর্তমানে দলের হয়ে কে ওপেন করবে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। বাংলাদেশের একমাত্র নিয়মিত ওপেনার তামিম ইকবালের ইনজুরির কারণে মাঠে বাইরে রয়েছেন। আসন্ন জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজে একাদশে জায়গার পাশাপাশি সিনিয়র ওপেনার হিসেবে লিটনকে বিবেচনা করা হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি যে দলে নিয়মিত ছিলাম, তা না। তামিম ভাই নিয়মিত। তার সঙ্গে সবাই যাওয়া-আসার মধ্যে ছিল। আমার নিয়মিত হওয়ার সুযোগ ছিল না। লিটন আরও বলেন, এবার আমার যে সঙ্গী (ওপেনিংয়ে) হবে, সেও নতুন হবে। আমিও নতুন। হ্যাঁ, আত্মবিশ্বাসের জায়গা থেকে একটু ভালো জায়গায় আছি হয়তো। আগেও বলেছি, প্রতিটা ম্যাচ নির্ভর করে সেই দিন কেমন শুরু করছি তার ওপরে। হতে পারে পরের ম্যাচে শূন্য রানে আউট হতে পারি। আকাশছোঁয়া আত্মবিশ্বাসী হয়ে লাভ নেই। প্রসঙ্গত, চলতি বছর দ্বিতীয়বারের মত বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে দিল। তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে গত ১৬ অক্টোবর ঢাকায় পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তিনটি ওয়ানডে ২১, ২৪ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রথম ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলায়। পরের দুটি ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ১৭ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P5piOT
October 17, 2018 at 05:58PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন