মুম্বই অনূর্ধ্ব১৯ দলে সুযোগ পেলেন শচীন-পুত্র

মুম্বই, ২ অক্টোবরঃ মুম্বইয়ের অনূর্ধ্ব১৯ দলে সুযোগ পেলেন শচীন-পুত্র অর্জুন তেন্ডুলকার। ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা ভিনু মানকড় ট্রফিতে খেলতে দেখা যাবে তাঁকে। বাঁ-হাতি পেসার অর্জুন ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব১৯ দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে যুব টেস্টে অভিষেক ঘটিয়েছেন। দুই টেস্ট মিলিয়ে মোট তিনটি উইকেট পেয়েছিলেন অর্জুন। মুম্বইয়ের যুব দলের অধিনায়কের দায়িত্বে রয়েছেন বেদান্ত মুরকার। ৬ অক্টোবর মুম্বইয়ে প্রথম ম্যাচ গুজরাট যুব দলের বিরুদ্ধে। ভারতের অনূর্ধ্ব১৯ দলের হয়ে অভিষেক ঘটালেও একদিনের দলে এখনও সুযোগ পাননি শচীন-পুত্র। এশিয়া কাপের যুব দলে তাঁকে রাখেননি নির্বাচকরা। মুম্বইয়ে অনূর্ধ্ব১৯ দলের হয়ে ভালো পারফরম্যান্স করে সিনিয়র দলে সুযোগ করে নেওয়াটাই এখন লক্ষ্য অর্জুনের।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P6iyNh

October 02, 2018 at 08:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top