ঢাকা, ১৫ অক্টোবর - না ফেরার দেশে চলে গেলেন কিবোর্ড বাদক হ্যামলেট তুষার। রোববার দিনগত রাতে রাজধানীর নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। গুণী এই বাদকের মৃত্যুতে মিউজিক ইন্ডাস্ট্রিতে নেমেছে শোকের ছায়া। দেশের জনপ্রিয় ব্যান্ডদল সোলসর সঙ্গে যুক্ত ছিলেন তুষার। ২০০৯-২০১০ সালে তিনি সোলসর সঙ্গে কিবোর্ড বাজাতেন। তুষারের মৃত্যুর খবর শোনার পর দেশের অনেক শিল্পী ও শোভাকাঙ্ক্ষিরা নিজেদের ফেসবুকে লিখেছেন শোক জানিয়েছেন, নানাভাবে প্রিয় মানুষকে হারানো বেদনা প্রকাশ করেছেন। ষারের সঙ্গে একটি ছবি ফেসবুকে শেয়ার করে সঙ্গীতশিল্পী সিঁথি সাহা লিখেছেন, এটা দুই সপ্তাহ আগে হ্যামলেট তুষার ভাইয়ের সঙ্গে তোলা ছবি। ভাইয়া এত কিসের তাড়া ছিল তোমার? বিশ্বাস হচ্ছে না। এজন্যই কি এত বছর একসাথে কাজ করা হলো? এই কাজ না হলেই ভালো ছিল। ভাইয়া এভাবে ছেড়ে গেলে! সঙ্গীতশিল্পী প্রীতম হাসান তুষারের একটি ছবি শেয়ার করে ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের একজন গুণী কিবোর্ড বাদক হ্যামলেট তুষার চলে গেলেন না ফেরার দেশে। ওপারের জীবনে মহান আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তথ্যসূত্র: জাগোনিউজ২৪ এনওবি/২২:৫৮/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2P02TCl
October 16, 2018 at 05:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন