ঢাকা, ৩০ অক্টোবর- এরই মধ্যে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য ক্রিকেটারদের নিলাম শেষ হয়েছে। ড্রাফট শেষে দল গুছিয়ে ফেলেছে ফ্রাঞ্চাইজিগুলো। পছন্দের দেশি ক্রিকেটারদের পাশাপাশি দলে ভিড়িয়েছে বিদেশী তারকাদেরও। সবারই বিশেষ আগ্রহ রয়েছে বেশি দামে যাদের কেনা হল তাদের প্রতি। এবার সবচেয়ে বেশি দরে কেনা হয়েছে দুজন বিদেশী ক্রিকেটারকে। তারা হলেন শাহিদ আফ্রিদি ও এভিন লুইস। দুজনকেই এক কোটি ৭০ লাখ টাকায় কিনেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলুন জেনে নেয়া যাক কোন দশ জন এবারের সবচেয়ে দামী বিদেশি তারকা। যে ১০ জন বিদেশি ক্রিকেটার সবচেয়ে দামী: ১) শহিদ আফ্রিদি- এক কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ২) এভিন লুইস- এক কোটি ৭০ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ৩) থিসারা পেরেরা- এক কোটি ২৫ লাখ টাকা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ৪) লাসিথ মালিঙ্গা- এক কোটি ২৫ লাখ টাকা (খুলনা টাইটান্স) ৫) রবি বোপারা- ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স) ৬) রাইলি রুশো- ৮৪ লাখ টাকা (রংপুর রাইডার্স) ৭) ইয়াসির শাহ- ৭৭৩ লাখ টাকা(খুলনা টাইটান্স) ৮) মোহাম্মদ ইরফান- ৭৩ লাখ টাকা (সিলেট সিক্সার্স) ৯) বেনি হাওয়েল- ৪২ লাখ টাকা (রংপুর রাইডার্স) ১০) ইয়ান বেল- ৪২ লাখ টাকা (ঢাকা ডায়নামাইটস) তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ৩০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Dd5e7F
October 30, 2018 at 11:25PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন