ঢাকা, ৩১ অক্টোবর- প্রায় আট দিন চিকিৎসার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পূর্ণিমার শারীরিক অবস্থার অবনতি হলে দুই দিন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটেও (আইসিইউ) রাখা হয় তাকে। এবার শারীরিক অবস্থার উন্নতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছেন তিনি। তবে তাকে দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। গত ২৯ অক্টোবর ফেসবুকে দেয়া স্ট্যাটাসে পূর্ণিমা লিখেছেন, আল্লাহর রহমতে হাসপাতাল থেকে আট দিন পর বাসায় ফিরলাম। কিন্তু এখনও আমাকে দুই সপ্তাহের বেশি সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পুরোপুরি সেরে ওঠার জন্য এটাই চিকিৎসকের পরামর্শ। যারা আমার জন্য দোয়া করেছেন সবার জন্য ভালোবাসা। উল্লেখ্য, জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভিতে এবং পূর্ণিমা নামে একটি সেলিব্রেটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন পূর্ণিমা। এরই মধ্যে অনুষ্ঠানটি প্রশংসিত হয়েছে। পাশাপাশি সিনেমায় অভিনয়ের জন্যও নিজেকে প্রস্তুত করছেন এই তারকা। সম্প্রতি গাঙচিল এবং জ্যাম নামের দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা। গাঙচিল নির্মিত হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গাঙচিল উপন্যাস অবলম্বনে। সিনেমাটিতে জুটি হয়ে অভিনয় করবেন ফেরদৌস-পূর্ণিমা। তাদের সঙ্গে রয়েছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যদিকে প্রায় ১০ বছর পর নায়ক মান্নার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি থেকে নতুন সিনেমা নির্মিত হতে যাচ্ছে। জ্যাম নামে সিনেমাটিতে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। গাঙচিল এবং জ্যাম নামের দুটি সিনেমা পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। তথ্যসূত্র:আরটিভি অনলাইন এমইউ/০১:২৫/৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yLnrW1
October 31, 2018 at 07:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top