বুদাপেস্ত, ২৬ অক্টোবরঃ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেলেন ভারতীয় মহিলা কুস্তিগীর পূজা ধন্দা। গত ৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় মহিলা কুস্তিগীর ব্রোঞ্জ পদক পেলেন। বৃহস্পতিবার বুদাপেস্তে আয়োজিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০১৭ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন গ্রেস জেকব বুলেনকে তিনি হারান। ৫৭ কেজি বিভাগে তিনি প্রতিপক্ষ গ্রেসকে হারান ১০-৭-এ। খেলা শেষে একটি সাক্ষাত্কারে পূজা জানিয়েছেন,‘খুব ভালো লাগছে। দেশের জন্য পদক জিততে পেরে আজ আমি খুবই গর্বিত। আশা করি আমার দেশও আজ গর্ববোধ করছে।’
২০১৮ সালে গোল্ড কোস্ট-এ আয়োজিত কমনওয়েলথ গেমসে রুপোর পদক পেয়েছিলেন পূজা ধন্দা। তাঁর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েছেন অলকা তোমর (২০০৬), গীতা ও ববিতা ফোগাট (২০১২)।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PsEfdQ
October 26, 2018 at 03:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন